রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নারায়নগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্র থেকে ওই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ মিয়া ঢাকা জেলার কদমতলী থানার জুরাইন আলমবাগ এলাকার মৃত বাবুল শেখের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদশর্ক (এসআই) রিপন আলী জানান, চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৪ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে বলে পুলিশের কাছে খবর ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় পারভেজকে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।