ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে তৈমূরের উঠান বৈঠক


৬ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৫

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকার উঠান বৈঠক করেছেন।

বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় তৈমূর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি থেকে তিন জনকে মনোনয়ন চিঠি দেওয়া হয়।

ওই তিন জনের মধ্যে আমি অ্যাড. তৈমুর আলম খন্দকার নিশ্চিত বলে আশাবাদী।

জনগনের ভোটে ও দোয়ায় বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহন করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

রূপগঞ্জে মাটিতে ভুমিদস্যুদের কাছ থেকে সাধারন মানুষের ভিটে মাটি ও কৃষি জমি উদ্ধার করবো। সাধারন মানুষের পাশে থেকে উন্নয়ণ মূলক কাজ করে যাবো।

বিএনপি নেতা ইমান আলী মেম্বারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর যুবদলের সভাপতি তারিকুল ইসলাম বিপুল, জেলা ওলামা দলের সভাপতি শামসুর রহমান খান বেনু, রূপগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন, থানা শ্রমিক দলের সভাপতি ইদ্রীস আলী, থানা যুব দল নেতা সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা কবির মোল্লা, অ্যাড. সামাদ মোল্লা, ডেবিট রোমান, মুকুল, শীমূল, বাদল, রাজীব, আনোয়ার, রুহুল আমিন, সোহেল মাহমুদ, সুমন, আবু মেম্বার, শহিদুল্লাহ, মিজান, জয়নাল আবেদন, মোহাম্মদ বাদল, আফজাল হোসেন আজাদ, মোহাম্মদ মামুন, মোবারক হোসেন, আক্তার হোসেন প্রমূখ।

এমএল