ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হেফাজতে ইসলামের বিক্ষোভ


৬ ডিসেম্বর ২০১৮ ০২:৪৭

প্রতীকি ছবি

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী কর্তৃক তাবলীগ সমর্থকদের উপর হামলা ও হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ করেছে উপজেলা হেফাজতে ইসলাম।

আজ বুধবার সকালে স্থানীয় এস আর জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লঞ্চগেট চত্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা মুফতি বেলায়েত উল্লাহ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি আলহাজ্ব মাওলানা আমিরুল ইসলাম, সহ সভাপতি হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মহসিনুল করিম হারুনী, মাওলানা রাইখান উদ্দিন, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা আকতার হোসাইন, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মোজাম্মেল হক, আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ,মাওলানা মাজহারুল ইসলাম কাসেমী প্রমুখ।

এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন।

অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।