সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে জয়যুক্ত করুন :শিখর

মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী সাইফুজ্জামান শিখর বলেন,গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় সারা দেশের মতো মাগুরাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।
মঙ্গলবার রাতে পৌর সভার ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সাইফুজ্জামান শিখর।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, মাগুরায় মেডিকেল কলেজ স্থাপন, শেখ কামাল আইটি পার্ক স্থাপন এবং রেল লাইন নির্মাণের জন্য ১৪শ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এছাড়া মাগুরায় বিভিন্ন সড়ক ফোর লেনে উন্নীত করার পাশাপাশি ব্যাপক উন্নয়ন হয়েছে।
উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান,মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী সাইফুজ্জামান শিখর।
স্থানীয় ফাতেমা কমিউনিটি সেন্টারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে কর্মী বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, ছবেতারা বেগম, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকী ইমাম, অত্র ওয়ার্ডের কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক রানা আমীর ওসমান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদসহ অন্যরা।
এর আগে তিনি সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।