ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে উদ্ধার হল পানি উন্নয়ন বোর্ডের খাল


৫ ডিসেম্বর ২০১৮ ০৯:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কর্নগোপ এলাকায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, আশরাফ মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কর্নগোপ বেড়িবাধ এলাকায় অবস্থিত।

সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

তার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে এই সব অবৈধ দোকানপাট তৈরি করেছে স্থানীয় কয়েকজন।

তাছাড়া সরকারী কোন জমিতে বিনা অনুমতিতে কোন প্রকার নির্মান কাজ সম্পুর্ন নিষিদ্ধ।

পরে একান থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন সাইবোর্ড অপসারন করে খাল দখলমুক্ত করা হয়।