বেনাপোলে হুন্ডির ১৬ লাখ টাকাসহ গ্রেফতার ২

বেনাপোল বাজারে বিজিবি পৃথক অভিযান চালিয়ে হুন্ডির ১৬ লাখ টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ৪ ডিসেম্বর সকাল ১১টার সময় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।আটককৃতরা হল বোয়ালিয়া গ্রামের কেরামত আলীর পুত্র সুজন (২৩) ও সাদিপুর গ্রামের আবুল কাশেমের পুত্র সুরুজ।
বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি দুইজন হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান হুন্ডি টাকা নিয়ে ২টি স্থানে অবস্থান করছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত নায়েক সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জন কে ১৬ লাখ হুন্ডির টাকাসহ আটক করা হয়৷
এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে ১২ লাখ ও চেকপোস্টে রাজাবাদশা মানি চেঞ্জারের সামনে থেকে ৪ লাখ হুন্ডির টাকা উদ্ধার করেছে।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে বলে সুবেদার আবুল কাশেম জানান।