ব্রাহ্মণবাড়িয়া-৫ : নবীনগর আসনে ১৫ জনের মধ্যে ৬ জন বাতিল

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৫জন প্রার্থী।এর মধ্যে ৬টি বাতিল করা হয়েছে।
এর মধ্যে বিএনপির কাজি নাজমুল হোসেন তাপস ঋণ খেলাপীর অভিযোগে, জাতীয় পার্টির কাজি মামুনূর রশিদ হলফ নামায় মামলার কথা না লিখায়, একে এম মমিনুল হক সাঈদ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায়, নজরুল ইসলাম ভূঁইয়া দুইজন ভোটারের ভূয়া সাক্ষর করায়, ইসলামী ঐক্যজোটের মাওলানা মেহেদী হাসানের আয়ের উৎস উল্লেখ্য না করায়, স্বতন্ত্র সাঈদুল হক সাঈদ ভোটারের ভুয়া সাক্ষর করায় এই ৬জন প্রার্থীকে বাতিল করা হয়েছে।
যারা যাছায়-বাছায়ে বৈধতা পেয়েছেন তারা হলেন ,আওয়ামীলীগ থেকে এবাদুল করিম বুলবুল, বিএনপি থেকে তকদীর হোসেন জসীম,সালাউদ্দিন ভূইয়া শিশির, জাসদ (ইনু) থেকে শাহ্ জিকরুল আহমেদ খোকন, বাংলাদেশ মুসলিম লীগ থেকে একেএম আশরাফুল আলম , ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ওসমান গণি রাসেল, জাকের পাটি রশিদ উল্লাহ, বাংলাদেশ বিকল্পধারা থেকে মো: তানভীর মনিরুল ইসলাম,বাংলাদেশের কমিউনিষ্ট পাটি থেকে কমরেড মো. শাহীন খান।
এদিকে বাতিল ৬জন প্রার্থী জানান এই রায়ের বিরুদ্ধে তাড়া আগামী ৩দিনের মধ্যে আপিল করবেন।
এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হায়াত উদ দৌলা খান বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।