ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৩

খুলনার রূপসার নতুন বাজার এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে ফারহান সুমন (৩০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। ঘটনার সময় মো. আলামীন (১৮) নামে আর একজন গুলিবিদ্ধ হয়।

বুধবার (0৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন রূপসার নতুন বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে। গুলিবিদ্ধ সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬-৭ জন যুবক মোটরসাইকেলে করে এসে সুমনকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপালনকারী চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত ব্যক্তি ঘাড় ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন সেই সাথে একজন আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সোনালী সেন বলেন, খুলনা রূপসা ট্রাফিক মোড়ে সুমন নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নামে থানায় দুটি খুনের মামলার রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এনএমএন