ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


যে কারনে ইমরানের মনোনয়নপত্র বাতিল


৩ ডিসেম্বর ২০১৮ ০০:৫৬

ফাইল ফটো

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফ নামায় তথ্যে ঘাটতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-৪ আসন (রাজিবপুর,রৌমারী ও চিলমারী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানিয়েছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি আসনের মোট ভোটারের ন্যূনতম ১% ভোটারের সমর্থন থাকতে হয়। কিন্তু ইমরান এইচ সরকার যে তথ্য দিয়েছেন সেখানে তথ্যে ঘাটতি থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সালে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলনের পর জনপ্রিয়তা পান ইমরান এইচ সরকার।
রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন।