ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বাগমারায় এমপি-মেয়র সমর্থক সংঘর্ষে নিহত ১


২ ডিসেম্বর ২০১৮ ১১:০১

প্রতীকি ছবি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে যুবলীগনেতা নিহত হয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকও আওয়ামী মনোনয়ন বঞ্চিত নেতা তাহেরপুর পৌর সভার মেয়র আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।

তাদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ তিনজন আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করেছে।শনিবার দুপুরে তাহেরপুর কলেজ মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বাগমারা থানার ওসি নাছিম আহমেদ।

নিহত যুবলীগ নেতার নাম চঞ্চল চন্দ্র।তিনি তাহেরপুর পৌর সভার জেলে পাড়া মহল্লার নরেন চন্দ্র পিয়নের ছেলে।চঞ্চল চন্দ্র পৌর সভা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য।বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চঞ্চল।তার পিঠে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি নাছিম আহমেদ জানান,বেলা সাড়ে ১০টার দিকে মেয়র আবুল কালাম আজাদের সমর্থকরা জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে গিয়ে সহকারি প্রধান শিক্ষক ও এমপির সমর্থকগুলবার রহমানকে মারপিট করে।
পরে পুলিশগিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে তাহেরপুর কলেজ মোড় এলাকায় এমপি সমর্থকরা পাল্টা আক্রমন চালায়।এতে মেয়র গ্রুপের যুবলীগ নেতা চঞ্চলকে পিটিয়ে মারাত্বক আহত করা হয়।

এ সময় অন্তত পাঁচজন আহত হন।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান,আহতদের মধ্যে এমপির সমর্থক প্রফেসর কাওসার আলী এবং মেয়রের সমর্থক চঞ্চল চন্দ্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা চঞ্চল মারা যান।

এ ঘটনায় তাহেরপুর পৌর সভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবসহ তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান ওসি।