ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবকের মৃত্যু


২ ডিসেম্বর ২০১৮ ০৫:১৬

প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলায় নারীসহ ১৫ জন আহতের ঘটনায় রাসেল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।

প্রায় ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রাসেল মিয়া রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার মৃত আযাহারুল ইসলাম ভুইয়ার ছেলে।

মামলার বাদীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গত বুধবার সকালে মাহনা এলাকার মনির হোসেন নিজস্ব জমিতে দিয়ে ড্রেনের জন্য পাইপ বসানোর কাজ করতে গেলে প্রতিপক্ষ মান্নান মিয়া বাঁধা প্রদান করেন।

এ নিয়ে মান্নান মিয়াসহ তার লোকজন মনির হোসেনকে চর থাপ্পর মারে। মনির হোসেনের শশুর বাড়ির আত্বীয় স্বজনরা মনির হোসেনের বাড়িতে পিঠার দাওয়াত খেতে গিয়ে চরথাপ্পরের ঘটনা শুনে প্রতিবাদ করেন।

এসময় প্রতিপক্ষ মান্নান মিয়াসহ তার লোকজন মনির হোসেনের শশুর বাড়ির আত্বীয় স্বজনদের গালিগালাজ শুরু করে। পরে মনির হোসেনের শশুর বাড়ির আত্বীয় স্বজনদের দুটি মাইক্রোবাস ভাংচুর করে মান্নান ও তার লোকজন।

এক পর্যায়ে উদ্দেশ্য প্রণোনিত ভাবে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মান্নান মিয়াসহ তাদের লোকজন এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদে মাইকিং করিয়ে ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মনির হোসেনের আত্বীয় স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় নারীসহ ১৫ জনের মতো আহত হয়। এদের মধ্যে রাসেল মিয়া ও সাইফুল ইসলামের নাড়ী-ভুরি বের করে দেয়া হয়। এরা দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলো।

এছাড়া আশরাফ ও রাজু আহাম্মেদকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছে।
দীর্ঘ ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার বিকেলে রাসেল মিয়া মৃত্যুবরণ করেন।

তাকে যাত্রামুড়া সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
মামলার বাদী মনোয়ারা বেগম জানান, লাইফ সাপোর্টে থাকা ওই চার জনের মধ্যে রাসেল মারা গেছে।

বাকি তিন জন আল্লাহ তায়ালা বলতে পারবেন, তারা বাঁচবে না মরবে। আর বেশি কিছু বলার নেই।
বাদীর অভিযোগ, ইউপি সদস্য রফিকুল ইসলামসহ চার জনকে গ্রেফতার করা হলেও বিশেষ ক্ষমতায় জামিনে এসে মামলার বাদী মনোয়ারাসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

আসামীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এমএল