ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে ৫ দিন ব্যাপী চলচিত্র উৎসব চলছে


২ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৬

প্রতীকি ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী চলচিত্র উৎসব।

জেলা ফিল্ম সোসাইটির আয়োজনে আজ সকালে শহরের প্রিয়া সিনেমা হলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় পুলিশ সুপারসহ জেলা ফিল্ম সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে প্রর্দশন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’।

এ ৫ দিন প্রদর্শিত হবে, গেরিলা, আগুনের পরশমনী, হীরক রাজার দেশে, দিপু নাম্বার-২সহ মুক্তিযুদ্ধ, শিশুতোষ ও সামাজিক ১৫ টি সিনেমা।

প্রতিদিন বেলা ১২ টা, বিকাল ৩ টা ও সন্ধ্যায় ৬ টায় প্রর্দশিত এ সিনেমা সবার জন্য উন্মুক্ত থাকবে।