ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার


২ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৪

প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ দুপুরে উপজেলার ব্রাম্মনখালী ও গঙ্গানগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গঙ্গানগড় এলাকার মৃত ছামছুল আলমের ছেলে মোকারক ওরফে মোকা ও পাশবর্তী সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার জাহাঙ্গীরের ছেলে মারুফ হোসেন মুন্না।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রুপন চন্দ্র সরকার জানান, ব্রাম্মনখালী এলাকার ৩০০ ফুট সড়কে দেহ তল্লাশি চালিয়ে মারুফ হোসেন মুন্নাকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া গঙ্গানগড় এলাকা থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোকারম ওরফে মোকাকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএল