রূপগঞ্জে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষঃআহত-১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী গ্লোরি পরিবহনের বাসের সঙ্গে দ্রুতগামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে নারীসহ প্রায় ১০জন আহত হয়েছেন। শুনবার দুপুরে উপজেলার তারাব সুলতানা কামাল সেতু সংলগ্ন এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ভুলতা গ্লোরি পরিবহনের দ্রুতগামী বাসের (ঢাকা মেট্রো ব ১৫-০৫০৭) এর সঙ্গে ভুলতা থেকে ঢাকাগামী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬০৫২৬) মুখোমুখী সংঘর্ষ বেঁধে যায়।
এতে ট্রাকের চালক সুমন মিয়া, বাসযাত্রী শারমিন আক্তার, পরিবানু, সালমা আক্তার, আওলাদ হোসেন, জাহাঙ্গীর মিয়া, সুমন মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
এদের মধ্যে ট্রাক চালক সুমন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বাস ও ট্রাক আটক করা হয়েছে। এছাড়া বাসের চালক আওলাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
এমএল