ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে পল্লী চিকিৎসককে ছুড়িকাঘাত ও লাঠি পেটা


২ ডিসেম্বর ২০১৮ ০৩:২৪

প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদাররা সাইফুল ইসলাম (২৮) নামের এক পল্লী চিকিৎসককে ছুড়িকাঘাত ও লাঠিপেটা করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় ঘটে এ ঘটনা।

আহত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার বড়–রা উপজেলার বড়হাতুয়া এলাকার নজির আহাম্মেদের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় জননী ফার্মেসী নামে দোকান দিয়ে ওষুধ ব্যবসা করে আসছেন।

আহত পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম জানান, তিনি মৈকুলী এলাকার আরিফ ভুইয়ার বাড়িতে বসবাস করে আসছেন। স্থানীয় মহিন উদ্দিন মহি নামে এক ব্যক্তি ৩ হাজার ৬’শ টাকার ওষুধ বাকিতে নেয়।
গত শুক্রবার বিকেলে মহিন উদ্দিনের কাছে পাওনা টাকা চায় সাইফুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল ইসলামকে কিল ঘুষি মারে।

শনিবার দুপুরে মহিউদ্দিন মহিসহ তার লোকজন ওষুধের দোকানে প্রবেশ করে কোন কিছু বুঝার আগেই শরীরে ধারালো ছুড়িকাঘাত করতে গেলে হাতের আঙ্গুল কেটে যায়।

এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে সমস্ত শরীর থেতলে দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। পেলে তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএল