ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


আমরা বেনাপোলের বাসিন্দার সেরা সংগঠক এ্যওয়ার্ড প্রদান অনুষ্ঠিত


১ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৮

বেনাপোলে সামাজিক সংগঠন আমরা বেনাপোলের বাসিন্দা'র সদস্যদের নিয়ে নিজস্ব কার্যালয়ে এক সাংগঠনিক কর্মশালা ও সেরা সংগঠকদের এ্যওয়ার্ড হিসেবে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ৩০ই নভেম্বর অনুষ্ঠানের শুরুতে এক কর্মশালা শুরু হয়।কর্মশালার প্রশিক্ষক ছিলেন সংগঠনটির সভাপতি মহাসিন হোসেন হৃদয় ও সাধারন সম্পাদক সাঈদুর রহমান সাঈদ।

কর্মশালা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক ও আমরা বেনাপোলের বাসিন্দা-সামাজিক সংগঠনের উপদেষ্টা আব্দুল হাফিজ "২০১৮ সেরা সংগঠক"র সার্টিফিকেট প্রদান করেন।

আমরা বেনাপোলের বাসিন্দা-সামাজিক সংগঠনের ৯জন কে সেরা সংগঠক"র সার্টিফিকেট প্রদান করা হয়।