বেনাপোলে একাধিক মামলার আসামী বোমা বিস্ফোরণে নিহত

বেনাপোলের একাধিক মামলার আসামী আমিরুল ইসলাম ( ৪৫ )দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে নিহত হয়েছে । শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে ।
তিনি কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র ।নিহতের বোন রাবেয়ার অভিযোগ, তার চাচাতো ভাই সাইফুল্লাহ আমিরুল কে খুন করেছে। তার ছোড়া বোমার আঘাতে আমিরুলের মৃত্যু হয়েছে । সে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার ওপর বোমা ছুড়ে মারে । বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
বেনাপোল থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন ,তিনি বিষয়টি খতিয়ে দেখাছেন , তদন্ত করে পরে জানানো হবে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এফ,আর