ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে মটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত


১ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৪

প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় আনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কের ভুলতা ইউনিয়ন পরিষদের সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত আনু মিয়া ভুলতা দীঘিরপাড় এলাকার বছরউদ্দিনের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক জানান, একটি দ্রুতগামী মটরসাইকেল রাস্তা পারাপারের সময় আনু মিয়াকে ধাক্কা দেয়।

এসময় আনু মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মটরসাইকেল চালক মেহেদী পালিয়ে যায়।

পরে স্থানীয় এলাকাবাসী আনু মিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে পড়ে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এমএল