ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


কৃষকদের বেদখলে থাকা জমি উদ্ধার করা হবে:এ্যাড তৈমূর


১ ডিসেম্বর ২০১৮ ০৩:২৭

বিএনপি ক্ষমতায় আসলে স্থানীয় ভূমি দস্যুদের দ্বারা দখলকৃত কৃষকদের বেদখলে থাকা জমি উদ্ধার করা হবে। বেকারদের চাকুরীর জন্য অতীতের ন্যায় কাজ করা হবে।

সাধারন মানুষের সুখে দুঃখে পাশে থাকবো চিরদিন। শুক্রবার দিনব্যপী রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সঙ্গে সাক্ষাতকালে এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন।

সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের ইয়াপুরা, ভোলানাথপুর, গোয়ালপারা, বাগবের সিটি মার্কেট, মুশুরী, জাঙ্গীরসহ বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবদলের সভাপতি আলাউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার, উপজেলা যুবদল নেতা আব্দুল কাইউম, উপজেলা ওলামা দলের সভাপতি সামসুর রহমান খান বেনু, শ্রমিক দল নেতা ইদ্রিস আলী, সালাহউদ্দিন, রফিকুল ইসলাম লিটন, জজ মিয়া প্রমূখ।

এমএল