ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বরগুনায় ঘরের ভিতর বৃদ্ধ দম্পতির লাশ


১ ডিসেম্বর ২০১৮ ০১:৩২

প্রতীকি ছবি

আজ সকালে বরগুনায় এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরগুনা সদর উপজেলার নলি এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দম্পতিরা হলো আবদুল মান্নান (৭৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৬০)।মরদেহ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ।


নিহতদের স্বজনের বরাত দিয়ে বরগুনা সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, রাতে খাবার খেয়ে নিজঘরে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধ দম্পতি।

পরে সকালে বেলা বাড়তে থাকলেও তাদের ঘুম না ভাঙায় ঘরে ঢুকে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।