ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বেনাপোল সীমান্তে ডলার ও ফেন্সিডিলসহ আটক ৩


১ ডিসেম্বর ২০১৮ ০০:৪৮

বেনাপোল সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার,৮০২ বোতল ফেনসিডিল এবং ৩৮ বোতল মদসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে।

আটকৃতরা হলো জাহিদ(১৮)পিতা সাহেব আলী গ্রাম বড় আচড়া বেনাপোল, নাহিদ (১৯)পিতা হাসান গ্রাম ঝিকরগাছা যশোর ও আব্দুর জব্বার (৪০)পিতা কেরামত আলী গ্রাম টেংয়ালী শার্শা যশোর।
শুক্রবার ভোর থেকে সকাল ১০ টা পযন্ত সীমান্তে অভিযান চালিয়ে ডলার ও ফেন্সিডিলসহ তাদেরকে আটক করেন।

বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি এক ডলার পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান ডলার নিয়ে গাতিপাড়া সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাচ্ছে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে গাতিপাড়ার বড় আচড়া সড়কে অভিযান চালিয়ে ৪০ হাজার ডলার সহ তাকে আটক করা হয়।

অপর দিকে শিকড়ী মাঠের মধ্যে থেকে ৫০৯ ও শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৯৩ বোতল ফেন্সিডিল ও ৩৮ বোতল মদসহ ২ জনকে আটক করেন।এ সব অভিযানে টহলদল ছিলেন নায়েক তরিকুল ইসলাম, নায়েক ইয়ার আলি, ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সিপাহী মামুন, সিপাহী সজিব ও সিপাহী আজাহার।

আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ডলার,ফেন্সিডিল ও মদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

এমএল