আবাসিক হোটেল থেকে আটক ১১২ নারী-পুরুষ

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের দায়ে ১১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। এ
আটকদের মধ্যে ৫২ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছে। সেসময় ওইসব হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপের দায়ে ১১২ নারী-পুরুষকে আটক করা হয়।
আরআইএস