ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


নেত্রকোনায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক


৩০ নভেম্বর ২০১৮ ০৫:১৫

নেত্রকোনায় নাগরা এলাকায় প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে স্ত্রী ঝুমা চৌহানকে হত্যা করেছেন ঝালমুড়ি ও চটপটি বিক্রেতা স্বামী বীরবল চৌহান। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ৩টার দিকে শহরের নাগড়া এলাকার জেলা পরিষদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ঝুমা সদরের বাংলা ইউনিয়নের অজিত দাসের মেয়ে। ঘাতক স্বামী বীরবল পৌর শহরের নাগড়া ঢাকাইয়া পট্টি এলাকার মৃত রাম সিংহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পথচারীরা স্ত্রী হত্যাকারী বীরবলকে ধারালো অস্ত্রসহ আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে র্তাথানায় নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মক (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদে বীরবল জানিয়েছেন, ‘তার স্ত্রী ঝুমা চৌহান অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলো। সে গত তিনমাস ধরে স্বামীর ঘর ছাড়া। অথচ এলাকায় থেকে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলো ঝুমা।’

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এমএ