ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ১১৬২ বোতল ফেন্সিডিল উদ্বার


৩০ নভেম্বর ২০১৮ ০২:৩৫

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোরে সীমান্তে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করেন।

বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ২১বিজিবি উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মদ এর নেতৃত্বে পুটখালী ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএ