ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ কমিটি অনুমোদন


২৯ নভেম্বর ২০১৮ ০৭:৫০

শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ রাজশাহীর মোহনপুরে ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) রাত ৭টার দিকে সাঙ্গঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি মো শাহরিয়ার পরশ ও সাধারণ সম্পাদক মো পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আল রোমান সভাপতি ও মো. আনাস মোল্লাকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মোহনপুর উপজেলা শাখার ৭ সদস্যের প্রাথমিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেন। এছাড়া আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা রাজশাহী জেলা সংসদের নিকট জমা দেয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মো. আনাস মোল্লা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ছাত্র সমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী পৌঁছে দেয়া এবং শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নতুন কমিটির সবাই কাজ করবে।

এমএ