ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে জেলা জামায়াতের আমির গ্রেফতার


২৭ নভেম্বর ২০১৮ ০২:৩০

প্রতীকি ছবি

নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আযম আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ২৬ নভেম্বর সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ককটেল ও জিহাদী বই।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অন্যরা পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় জেলা জামায়াতের আমির আলী আযম আবু বকরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ টি ককটেল ও বেশ কিছু জিহাদী বই।

তার নামে ঝিনাইদহ সদর থানায় নাশকতার মামলা রয়েছে বলেন ওসি ।

এমএল