ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহের চার আসনে নৌকা পেলেন যারা


২৬ নভেম্বর ২০১৮ ২৩:৪৬

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ টি সংসদীয় আসনের আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত হয়েছে।

ঝিনাইদহ জেলা ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ৪টি সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র কোটচাঁদপুর-মহেশপুর আসনে বর্তমান এমপি নবী নেওয়াজ দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।

এছাড়া অন্য ৩টি সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্যরা দলীয় মনোনয়ন পেয়েছেন বলে সংশ্লিষ্ট নেতাকর্মী সূত্রে জানাগেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসন থেকে আওয়ামলী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আব্দুল হাই। এ আসন থেকে আওয়ামী লীগের ২৬ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন কিনেছিলেন।

ঝিনাইদহ-২ ( সদর ও হরিণাকুন্ড) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪ খলিফার এক খলিফা নুরে আলম সিদ্দিকীর ছেলে বর্তমান এমপি তাহজীব আলম সমি সিদ্দিকী। এ আসন থেকে ৮ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম কিনেছিলেন।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন থেকে বর্তমান এমপি নবী নেওয়াজ এবার দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। সেখানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। এ আসন থেকে আওয়ামী লীগের ১৭ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ আসন থেকে আওয়ামী লীগের ১০ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম কিনেছিলেন।
রোববার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থেকে স্ব স্ব আসনে মনোনয়নের খবর পৌছানোর পর ৪টি আসনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের বন্যা বয়ে যায়। তারা মিষ্টি মুখসহ স্ব স্ব আসনে আনন্দ মিছিল বের করে।