ঝিনাইদহে অজ্ঞাত গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডের একটি মাঠ থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার পার ফলসি গ্রামের কালীতলা মাঠের মধ্যে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন হরিণাকুন্ড থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আসাদুজ্জামান।
তিনি বলেন, সকালে পার ফলসি গ্রামের কালীতলা মাঠের মধ্যে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে।তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএল