নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস পালিত
-2018-11-25-21-13-12.jpg)
‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই স্লোগানে রোববার (২৫ নভেম্বর) নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস ২০১৮। জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে জেলা পাবলিক হল প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইন উল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা সমবায় কর্মকর্তা সঞ্জুর রহমানসহ অন্যান্যরা।
এমএ