ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মাগুরায় মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ


২৬ নভেম্বর ২০১৮ ০৭:৪৫

মাগুরা-১ আসন থেকে এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় রবিবার দলীয় নেতাকর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে। এ ছাড়া জেলা যুবলীগ শহরে আনন্দ র‌্যালি করেছে।

সকালে কেন্দ্র থেকে সাইফুজ্জামান শিখরের মনোনয়ন নিশ্চিত হবার খবর জানার পরপরই মাগুরা শহরের চৌরঙ্গী মোড়, কলেজ রোড, নতুন বাজার, সৈয়দ আতর আলী সড়ক, ঢাকা রোড বাস স্টান্ড, মাধবপুর জগদল, শ্রীপুর উপজেলা সদর, ওয়াবদাসহ বিভিন্ন স্থানে উৎফুল্ল সমর্থকদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এ ছাড়া জেলা যুবলীগ বিকাল ৪টায় শহরে আনন্দ র‌্যালী বের করে।

র‌্যালী শেষে পৌরসভার সামনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, যুবলীগের আহবায় ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন, আরিফুর রহমান রনক, মীর মনিরুল ইসলাম লিটন প্রমুখ।

এমএ