অবৈধভাবে ভারতে প্রবেশে শিশুসহ ১১ নারী-পুরুষ আটক

বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবির অভিযানে শিশুসহ ১১ নারী-পুরুষকে আটক করা হয়েছে ।
শনিবার (২৪ নভেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে পুটখালী গ্রামের একটি আম বাগান থেকে তাদেরকে আটক করেন। আটকদের বাড়ি খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাংলাদেশ থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশ করবে। খবর পেয়ে সুবেদার আবুল হোসেন সংগীয় ফোর্স নিয়ে পুটখালী একটি আম বাগানে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ, ২ নারী ও ৪ জন শিশুকে আটক করে।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার ১১ নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।