কুষ্টিয়ায় দু’দল ডাকাতের গোলাগুলিতে নিহত-১:৪ পুলিশ আহত

কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে।গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় ডাকাত দলের এই গোলাগুলির ঘটনা ঘটে।পুলিশের দাবি দু’দল ডাকাতের নিজেদের মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এক এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন জানান, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের টহল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিহত ব্যাক্তির নাম খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু। সে সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার মৃত আইজাল আলীর ছেলে। ডাকাতদের গোলাগুলির মধ্যে পড়ে পুলিশের ৪ সদস্য আহত হয়। পরে নিহত ডাকাতের মৃতদহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।