ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জের ঘটনায় জড়িত ৩ আসামি গ্রেপ্তার


২৫ নভেম্বর ২০১৮ ০৪:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় মসজিদে মাকিং করে হামলাও সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আহত করা হয়। শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় মাহনা এলাকা থেকে পুলিশ ওই ঘটনার মামলার আসামীদের মধ্যে ৩ আসামীকে গ্রেপ্তার করেছে।

বাদী পক্ষ জানান হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা দেয়া হয়েছে। ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মো. রফিকুল হক জানান গ্রেপ্তারকৃতরা মাহনা এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে মো. খোরসেদ আলম (৩০) মো. করিম মোল্লার ছেলে মো. রানা মোল্লা, মৃত ফয়েজের ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮)। তাদের সকলের বাড়ি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন মাহনা পশ্চিম পাড়া এলাকায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, মাহনা এলাকায় হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএ