নবীনগরে স্মরণসভা ও মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা স্বপ্না আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা উত্তর ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কুরআন খতম, স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় জিনদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডঃ শিব সংকর দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদা আক্তার শিউলী, বাঞ্ছারামপুর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকারিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, জিনদপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আবদুল হাদী, কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম মাঈনু, আওয়ামীলীগ নেতা রবিউল আওয়াল রবি, হারুনুর রশিদ, সার্জেন্ট মুকুল, আব্দুর রহিম, মাজেদ খন্দকার সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা স্বপ্নার স্মৃতিচারণ করে বলেন, ‘স্বপ্না নবীনগরে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। সে দল মত নির্বিশেষে গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছিল বিনা স্বার্থে। তার মৃত্যুতে আমরা শোকাহত’। অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমা স্বপ্না আক্তারের ছোট ভাই আমির হোসেন।
এমএ