ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বেনাপোল ১০ কেজি গাঁজাসহ আটক ২


২৪ নভেম্বর ২০১৮ ০২:৪২

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে সীমান্তের মেইল পিলার ২১ এর ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (৪০)ও রুবেল(২৫)নামে দুইজন গাঁজা পাচারকারীকে আটক করেছে।

আটক মনিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ২নং ঘিবা গ্রামের আলী আহম্মদের ছেলে ও রুবেল একই থানার মানকিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান এনে ২১ নং মেইন পিলারের কাছে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার হারাধন এর নেতৃত্বে হাবিলদার আব্দুল মতিন, নায়েক মইনূল ইসলাম,ল্যান্স নায়েক রতন চন্দ মহন্ত, সিপাহী আমিনুল ইসলাম ও ইব্রাহিম সেখানে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে জানান হারাধন।

এমএ