বেনাপোলে ফেন্সিডিলসহ গাড়ি আটক
-2018-11-21-21-30-59.jpg)
যশোরের বেনাপোল বারোপোতা সীমান্ত থেকে ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একটি মোটর সাইকেল আটক করেছে বিজিবি।
বুধবার (২১ নভেম্বর) সকাল ১২ টার দিকে পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা তিন রাস্তার মোড়ে মোটর সাইকেল যোগে চোরাকারবারীরা বেনাপোলের দিকে রওনা দিচ্ছে সেসময় বিজিবি’র টহল দল ধাওয়া দিলে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটর সাইকেলটি তল্লাশী করে মোটর সাইকেলের সিট কাভারের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান,আটককৃত মোটর সাইকেল ও ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএ