বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ভোলার তজুমদ্দিন উপজেলা কমিটি গঠন

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ভোলার তজুমদ্দিন উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক জোনায়েদ ইবনে জিয়াম যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম।
সোমবার (১৯ নভেম্ববর) দুপুরের দিকে ভোলা জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ অফিসে ১১ সদস্য নিয়ে আগামী ৬ মাসের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক আল-আমিন এম তাওহীদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, প্রাণের সংগঠন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে ভোলার তজুমদ্দিন উপজেলা শাখার ৬ মাসের জন্য একটি আহবায়ক কমিটি দেয়া হলো। আগামি একাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এই কমিটির সদস্যরা জীবনকে বাজি রেখে কাজ করবে। সংগঠনের নিয়ম-কানুন মেনে চলে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শে বাস্তবায়িত করতে হবে।
এমএ