ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


২২ নভেম্বর ২০১৮ ০২:১৯

যশোরের বেনাপোল কাগমারী গ্রাম থেকে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ যশোর।

মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে র‌্যাব-৬ যশোর ক্যাম্প গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে মো. আলাউদ্দিন(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯০ পিস ইয়াবা সহ আটক করে।আটক আলাউদ্দিন বারোপোতা গ্রামের তবিবুর রহমান এর ছেলে। অপর দিকে ৬০ পিছ ইয়াবা সহ মোঃ বাবুল হোসেন(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।আটক বাবুল হোসেন বারোপোতা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব-৬ যশোরের কম্পানী কমান্ডার ছুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কামগমারী গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ও আসামীকে রবিবার সকালে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।