কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৫০ পিস ইয়াবাসহ রানা (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার শিবনগর দাসপাড়া থেকে থানার এসআই আল মাসুদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে ওই গ্রামের মৃত শরিফুল ইসলাম মোল্ল্যার ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ইউনুচ আলী বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এমএ