বেনাপোলে ২৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ২১ বিজিবি ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা।
রোববার (১৮ নভেম্বর) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বিওপি’র একটি টহল দল নিয়মিত টহলের সময়ে পুটখালী গ্রামস্থ উত্তর পাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান, প্রতিদিনের মত আজ ভোর রাতে পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় ২৯৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
এমএ