ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


সকালে ধরলো রাতে মরলো


১৭ নভেম্বর ২০১৮ ১৭:২০

ফাইল ফটো

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ তাজেল (৩৬) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। শুক্রবার রাত ১টার পরে শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, তিনটি পিস্তলের গুলি, ১০১ পিস ইয়াবা ও গুলির খোসা উদ্ধার করা করেছে পুলিশ।

নিহত তজেল শ্রীনগর উপজেলার বাঘড়ার রুদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম খোরশেদ ওরফে ইউনুস শেখের পুত্র। সে ১০ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাজেলের বিরুদ্ধে শ্রীনগর, নবাবপুরসহ আশেপাশের বিভিন্ন থানায় দুইটি অস্ত্র, দুইটি ডাকাতি, একটি দস্যু, একটি খুন, একটি পুলিশকে আক্রান্ত ও একটি মাদকসহ ১০টি মামলা রয়েছে। এরমধ্যে ডাকাতি মামলায় তার সাত বছরের সাজা হয়। শুক্রবার সকালে যশোরের মনিরামপুর থেকে তাজেলকে গ্রেফতার করা হয়েছিল।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাজেলকে যশোরের মনিরামপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে অস্ত্র ও মাদক উদ্ধারে নামে পুলিশ। তাকে নিয়ে শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় পৌঁছালে তাজেলের সহযোগিরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে এসময় গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এর ফাঁকে তাজেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাজেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত পুলিশের এএসআই কাউসার, কনস্টেবল শহিদুল ও সজল খানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।

আরকেএইচ