আবারও বিপাকে দক্ষিণাঞ্চলের বাস যাত্রীরা

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে থেকে মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বরিশালের সঙ্গে ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের ছয়টি রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতারা এ সিদ্ধান্ত নেন। একারণে বরিশালের কোনো বাস ঝালকাঠির সীমানায় ঢুকতে পারছে না। দক্ষিণাঞ্চল থেকে আগত যাত্রীরা এতে চরম ভোগান্তিতে পড়েছে।
মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন পটুয়াখালী, কুয়াকাটা, বরিশাল, পিরোজপুর ও বাগেরহাট সড়ক পরিবহনের ন্যায্য হিস্যার কথা দাবি করছিল ঝালকাঠি। বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় বরিশাল মালিক সমিতির দ্বন্দ্বের সমাধান হয়।
কিছুদিন পরই সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে।পুনরায় দুই পক্ষের দ্বন্দ্বের যাত্রীকে কেন্দ্র করে। একারণে বরিশালের সঙ্গে ঝালকাঠির সীমানা দিয়ে চলাচলকারী ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ আছে।
এফআর/এমএ