বেনাপোল সাদীপুর সীমান্তে হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ৭লাখ টাকা আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টার সময় বেনাপোল সাদীপুর পোতাপোস্ট এলাকা থেকে পরিত্যাক্ত ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।তবে এসময় কোনো পাঁচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,ভারত থেকে চোরাই পথে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সাদীপুর পোঁতাপোষ্টের সামনে অবস্হান করছে।এমন সংবাদে বিজিবির লেন্স নায়েক নুর আলমের নেতৃত্বে ৫ জন ফোর্স সেখানে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়।
আটককৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান আই সিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব।
এমএ