ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ২


১৬ নভেম্বর ২০১৮ ১৯:১১

ছবি সংগৃহিত

রাজশাহী পবা উপজেলার হরিপুরে ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী যাত্রীবাহী দেশ ট্রাভেলসের একটি বাস গাছের সাথে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন চারজন। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়।আজ শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে পবা উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শওকত আলী (২৬) ও হানিফ (৪৫)। শওকত আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, তিনি ওই বাসের যাত্রী ছিলেন। হানিফ বাসের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী নগরের রাজপাড়া থানার কেশবপুর এলাকায়। আহত চারজনই বাসের যাত্রী, তাঁদের রামেকে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হওয়ায় দুজনকে সকালে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসক।

দামকুড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, দেশ ট্রাভেলসের এই বাসটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। রাজশাহীতে এসে যাত্রী নামিয়ে দিয়ে শুধু চাঁপাইনবাবগঞ্জের যাত্রী নিয়ে যাচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে পবা উপজেলার হরিপুর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে সামনে বসে থাকা বাসের সুপারভাইজার ও যাত্রী শওকত আলী মারা যান। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যান।

ওসি জানান, রাতেই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বাসটি সেখানেই রয়েছে। যাত্রীবাহী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত চারজন। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এমএল