রাজশাহীতে কিশোরের মরদেহ উদ্ধার

রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আন্ত:নগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস।
এ সময় ট্রেনের গার্ড একটি বগির ছাদ থেকে রক্ত পড়তে দেখেন। পরে ছাদের ওপর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী আসে। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় ছাদে মরদেহটি পাওয়া যায়। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন ব্রিজের মাথায় আঘাত লেগেছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ জানাযাবে। এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
এমএ