ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত


১৩ নভেম্বর ২০১৮ ১৭:৪৫

ছবি সংগৃহিত

ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে লিমন আহম্মেদ (২২) নামের এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে সদর উপজেলার মহিষাকুন্ডু বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন শহরের চাকলাপাড়ার মকলেচুর রহমানের ছেলে ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, রাতে ঝিনাইদহ-হরিণাকুন্ড সড়কে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল লিমন।
এমন সময় ওই সড়কের মহিষাকুন্ড বটতলা নামক স্থানে দ্রুত গতিতে থাকা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়।ধাক্কা খাওয়ার সাথে সাথে লিমন ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।