ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক


১২ নভেম্বর ২০১৮ ২৩:০৮

মাগুরায় সোমবার (১২ নভেম্বর) জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাগুরা সদর থানা পুলিশ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে বাসাবাড়ির পাশাপাশি মাগুরা শহর থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও মটর সাইকেল চুরির ঘটনা ঘটে আসছে। পুলিশ বিভিন্ন সময় চুরির ঘটনার জড়িত একাধিক ব্যক্তিকে আটক করে আইনের আওতায় এনেছে। তবে বাসাবাড়িতে চুরির ঘটনা বন্ধ হলেও মাঝে মধ্যে ইজিবাইক চুরির ঘটনা ঘটে আসছে।

পুলিশ সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেলিম, রিয়াজুল, আকিদুল, বাবু শেখ, রাতুল নামে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করে। আটককৃতদের মধ্যে তিনজনের বাড়ি মাগুরায় ও অপর দুইজনের বাড়ি পাবনা ও নড়াইল জেলায়। আটককৃদের নামে থানায় পূর্বে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইকসহ বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃতদের আদলতে সোপর্দ করা হয়েছে।

এমএ