মাগুরায় ধানক্ষেতে যুবকের লাশ উদ্ধার

মাগুরা শহরতলীর বরুনাতৈল এলাকার একটি ধানক্ষেত থেকে আজ সোমবার ভোরে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়- ভোরে পারনান্দুয়ালী বাসস্টান্ড সংলগ্ন বরুনাতৈল এলাকায় একটি ধানক্ষেতে এক যুবকের হাত-পা বাধা গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
এ সময় শত শত এলাকাবাসি ঘটনাস্থলে ভীড় করে। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দুরে এক বাগানের ভেতর থেকে নম্বর প্লেট বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় ও খুনের কারণ সনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।