ফেনী ৩ আসনে নৌকার মাঝি হতে চান আকরাম

ফেনী ৩ আসনে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন ফেনী জেলার আওয়ামী লীগের সহসভাপতি আকরাম হোসেন। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। ফেনী ৩ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। তারা সবাই আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য জোরালো লবিং করছেন।
স্থানীয় তৃনমূল নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ফেনী ৩ আসনে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে রয়েছেন আকরাম হোসেন। এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। এলাকার স্কুল,মসজিদ,মাদ্রাসা,এতিমখানাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
আরকেএইচ