ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোল মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


১২ নভেম্বর ২০১৮ ০৪:৫৭

ভারত থেকে পাচার হয়ে আসা ৪ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

রোববার (১১ নভেম্বর) রাত ৯টার সময় সীমান্ত সংলগ্ন সাদিপুর গ্রামের মোড় থেকে তাকে আটক করেন। তিনি বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আবুল কালামের ছেলে।

বিজিবি জানায়,গোপন খবরের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে সাদিপুর সীমান্তের গলাচিপা বিজিবি পোষ্টের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ৪ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিল আসামি আলমগীর কে হাতেনাতে আটক করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ৪ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিল সহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়িকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এমএ